Top News : |
বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৯৫৮ সন থেকে প্রথমে জিওসি, ইস্ট পাকিস্তান, ডেপুটি অব আর্মি স্টাফ ও পরবর্তীতে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত ক্যাডেট কলেজসমূহের মাধ্যমে ক্যাডেট কলেজ সংক্রান্ত ধারণা বিকাশ লাভ করতে থাকে।
দেশের বর্তমান ১২ টি (ছেলেদের ৯টি ও মেয়েদের ৩টি) ক্যাডেট কলেজ যা ১৭-১৮ কোটি মানুষের চাহিদা মিটাতে সক্ষম নয়। প্রয়োজন ছিল আরো অনেক ক্যাডেট কলেজের। এমতাবস্থায় বেসরকারী উদ্যোক্তাগণ এগিয়ে না এলে এ ধরনের উচ্চমানের শিক্ষা থেকে বিপুল সংখ্যক ভবিষ্যত নাগরিক বঞ্চিত থাকছে। এ কারণেই আমরা নিদাউল কুরআন ট্রাস্ট-এর পক্ষ থেকে গাজীপুর ক্যাডেট কলেজ(প্রা:)প্রতিষ্ঠা করেছি। যার পরিবর্তিত নাম গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। যা ক্যাডেট কলেজের শিক্ষাদান পদ্ধতি অনুসারে পরিচালিত।
৫ম শ্রেণির পাঠ সমাপনের পর কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা বেরিয়ে আসে। কোথায় ভর্তি করবেন এ নিয়ে অভিভাবকগণ দিশেহারা থাকেন এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য গাজীপুর রেসিডেন্সিয়ার মডেল স্কুল এন্ড কলেজ ছেলেদেরকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে।
বিরাজমান ক্যাডেট কলেজগুলোতে তারুণ্যদীপ্ত শিক্ষার্থীরা ছয় বছরের শিক্ষা জীবন শেষে
১. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বোর্ড ফাইনাল পরীক্ষার বিষয়সমূহে পারঙ্গম হয়ে ওঠে।
২. ব্যক্তি তথা জাতীয় প্রয়োজনে-
ক. সুষম ও গতিশীল ব্যক্তিত্ব অর্জন করে খ. সঠিক নেতৃত্বের শিক্ষা পায়,
গ. আদর্শ নাগরিক সুলভ শৃঙ্খলা, সত্য-নিষ্ঠা, স্বদেশ-প্রেম, উদারতা, বিশ^সচেতনতা ও আধুনিক মানসিকতাসম্পন্ন হয়ে গড়ে ওঠে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অনেক শিক্ষার ভারে ন্যুজ হলেও তারা দুনিয়ার জীবন পরিচালনার জন্য আল্লাহর দেয়া সিলেবাসের কোন খবর পায়না। পায় না পরকালের সুখ-শান্তি নিশ্চিত করার জন্য দুুনিয়ার কাজের সিলেবাস {আল কুরআন, হাদিস ও রসুল (সঃ) এর জীবন যাপন পদ্ধতি অর্থাৎ সীরাত}।
শিক্ষার এই অসম্পূর্ণতাকে পূর্ণতা দান করার জন্যে , একটি কিশোরকে দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণের দিকে এগিয়ে দেয়ার জন্যে বাংলাদেশের প্রথম বেসরকারী ক্যাডেট কলেজ গাজীপুর ক্যাডেট কলেজ(প্রা:) মা’শাআল্লাহ ২০০৪ সনের ৫ মার্চ থেকে এক অভূতপুর্ব সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করেছে। যা বর্তমানে গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ নামে পরিচিত ।
গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ একটি কিশোরকে সেই সিলেবাসই উপহার দেবে যাতে সে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে কুরআন- সীরাতকে আত্মস্থ করতে সক্ষম হয়ে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হবে।
২.গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ
২.১ অবস্থান
গাজীপুর চৌরাস্তা থেকে ১৮ মাইল উত্তরে ঢাকা- ময়মনসিংহ রোডের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট মোড়/চৌরাস্তা থেকে ৩০০ গজ উত্তরে গিয়ে হাতের বামে পশ্চিমে গজারী বনের মধ্য দিয়ে দেড় কিলো মিটার এগিয়ে এক শান্ত ছায়া সু-নিবিড় পরিবেশে বাংলাদেশের প্রথম বেসরকারী ক্যাডেট কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। যার বর্তমান নাম গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । চারপাশের অফুরন্ত সবুজের সমারোহ ও গ্রামীণ নির্জনতা কলেজটিকে দান করেছে ধ্যান গম্ভীর মগ্নতা। নিরবচ্ছিন্ন জ্ঞান সাধনার জন্য এ পরিবেশই একান্ত অনুকূল।
২.২ আয়তন :
গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুর এন্ড কলেজ এর বর্তমান আয়তন ৫০ বিঘা।