Top News : |
গাজীপুর রেসিডেনয়িাল মডেল স্কুল এন্ড কলেজে ভর্তি করবেন কেন ?
বর্তমানের প্রতিযোগিতামূলক পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদে অভিভাবকেরা কর্মব্যস্ত। আর এ কারণে শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে রেসিডেন্সিয়াল বা হোষ্টেল ভিত্তিক স্কুল। কিন্তু আমরা দেখতে পাই এসব স্কুলে না আছে খেলার মাঠ না আছে প্রকৃতির মাঝে মুক্ত মন ও সুস্থ, সুন্দর মানসিকতা নিয়ে বেড়ে ওঠার সুযোগ। ফলে এসব স্কুল গুলোর চার দেয়ালের বন্দীদশার মাঝে থেকে বাচ্চারা সুন্দর সুস্থ ও সঠিক মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারছে না । ফলে স্বাধীন চিন্তা শক্তি হারিয়ে ফেলছে। এসব কথা বিবেচনা করেই প্রকৃতির সুরম্য ছায়া সুনীবিড় মমতার মাঝে মুক্ত মন ও সুস্থ দেহ নিয়ে যাতে বাচ্চারা বেড়ে ওঠে প্রতিযোগিতামূলক বিশ্বে দৃঢ় পদক্ষেপ রাখতে পারে সে কারণেই গাজীপুর ক্যাডেট কলেজ নাম নিয়ে প্রায় ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। যদিও বর্তমানে এর নামের পরিবর্তন হয়েছে কিন্তু মূল দৃষ্টিভঙ্গি বজায় রেখে সরকারি ক্যাডেট কলেজগুলোর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটি নিজস্ব ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছে। তাই মুক্ত মনের মানুষ তৈরি করে দেশের সঠিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনার বাচ্চাকে গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ভর্তি করুন এবং বলিষ্ঠ মানুষ হিসেবে তাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করুন।