পরিচিতি: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবদুর রহমান বিন হাফিজ বাংলাদেশে প্রথম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কোচিং সেন্টারের পথিকৃত আবদুর রহমান বিন হাফিজ সাহেব শিক্ষাকতা জীবন শুরু করেন রাজশাহী ক্যাডেট কলেজের ( তৎকালীন আইয়ুব ক্যাডেট কলেজ ) অধ্যাপনার মাধ্যমে। সেখান থেকে পাকিস্তানের রাজধানীতে অবস্থিত ইসলামাবাদ মডেল স্কুল এন্ড কলেজে এবং ১৯৭২ সাল থেকে ঢাকার কবি নজরুল সরকারি কলেজে অধ্যাপনা করেন। এ সময় এই মেধাবী পুরুষ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিরলস চিন্তা-ভাবনা ও গবেষণা চালাতে থাকেন। এই চিন্তার ফসল গুরুগৃহ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল, গুরুগৃহ হাই স্কুল ও গুরুগৃহ ক্যাডেট কোচিং সেন্টার। এর পাশাপাশি তিনি গুরুগৃহ প্রকাশনী নামে সংস্থা ও তার আরো অভিজ্ঞতার সংমিশ্রণে সুশীল প্রকাশনী নামে আরও একটি প্রকাশনী সংস্থা প্রতিষ্ঠা করেন। যা তৎকালীন শিক্ষা পদ্ধতিতে ছিল ব্যতিক্রমী চিন্তার ফসল। তার এই প্রতিষ্ঠানগুলো দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ও সমাদৃত হয় এবং তিনি শিক্ষা ‘গুরু’ হিসেবে পরিচিতি লাভ করেন। এখনও যারা শিক্ষার সঙ্গে জড়িত তাঁরা তাঁকে গুরুর মর্যাদায় অভিষিক্ত করেন। এসবের ধারাবাহিকতায় তিনি ২০০৪ সালে গাজীপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেন। যার পরিবর্তিত নাম গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। যা বাংলাদেশের তথাকথিত শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ব্যতিক্রমী প্রয়াস।